নিজস্ব প্রতিবেদক
বেনাপোলের গাজিপুর গ্রামের বিএনপি কর্মী আব্দুল আলিম হত্যা মামলায় আত্মসমর্পণকারী ১১ আওয়ামী লীগ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত আলী শুনানি শেষে এই আদেশ দিয়েছেন।
আসামিরা হলেন, বেনাপোলের বড় আঁচড়া গ্রামের মৃত মইন উদ্দিনের ছেলে আফিল উদ্দিন ঘেনা, সোহাগ মোল্যার ছেলে সজল হোসেন, ছোট আঁচড়া গ্রামের শফি উদ্দিন মোড়লের ছেলে মোহাম্মদ আলী, ভবেরবেড় গ্রামের বাবলার ছেলে সাব্বির হোসেন, মৃত শামছুজ্জোহার ছেলে নুরুজ্জামান, আব্দুল জলিল শেখের ছেলে শাকির হোসেন, মৃত আব্দুল করিমের ছেলে মোহাম্মদ মন্ডল, পুটে আহম্মেদের ছেলে আয়ুব খান, গাজীপুর গ্রামের মজনু ফকিরের ছেলে শফি উদ্দিন, গাতিপাড়া গ্রামের তাইজেল হোসেনের ছেলে সেলিম হোসেন ও মৃত আব্দুল জলিলের ছেলে আলিমুর রহমান।
মামলার বিবরণে জানা গেছে, ২০২২ সালের ১৬ আগস্ট বেনাপোলের মিলন মার্কেটের উপর বিএনপি ঘোষিত দোয়া মহফিলে যোগ দেন আব্দুল আলিমসহ অনেকে। বিকেল সাড়ে ৩ টার দিকে আসামিরা দোয়া অনুষ্ঠানে হামলা চালিয়ে বিএনপির নেতাকর্মীদের ব্যাপক মারপিট ও বোমা হামলা করে। এরমধ্যে গুরুতর আহত আব্দুল আলিমকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১৫ সেপ্টেম্বর সকালে মারা যায়। এই ঘটনায় গত ১৮ নভেম্বর নিহতের স্ত্রী হাছিনা খাতুন বাদী হয়ে ৬৫ জনের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। এদিন আসামিরা পুলিশী গ্রেফতার এড়াতে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দিয়েছেন।