নিজস্ব প্রতিবেদক: বেনাপোল আইসিপিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ উদযাপন উপলক্ষে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) আয়োজিত বিজিবি-বিএসএফ জয়েন্ট রেট্রাট সেরেমনি প্যারেড অনুষ্ঠিত হয়।
শনিবার বাংলাদেশ আনসারের জেলা কমান্ড্যান্ট, সেনাবাহিনীর স্টাফ অফিসার ও সাংবাদিক/মিডিয়াকর্মীসহ স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ এবং উভয় দেশের জনসাধারণ উপস্থিত থেকে প্যারেড উপভোগ করেন।
প্যারেডে বিজিবির পক্ষে বিগ্রেডিয়ার জেনারেল ওমর সাদী এনডিসি, খুলনার সেক্টর কমান্ডার কর্নেল মামুনূর রশীদ, যশোর ৪৯ বিজিবির অধিনায় লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী উপস্থিত ছিলেন। অন্যদিকে বিএসএফ’র পক্ষে ১৭৯ বিএসএফর ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার শ্রী চাটুরভেদী, কমান্ড্যান্ট শ্রী তরনী কুমার, উপ-অধিনায়ক শ্রী অজয় কুমারসহ অন্যান্য স্টাফ অফিসারবৃন্দ।