বেনাপোল (যশোর) প্রতিনিধি:
বিদেশি ৪টি অস্ত্র, আটটি ম্যাগজিন ও ৩৮ রাউন্ড গুলিসহ দুই যুবক কে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে যশোরের বেনাপোল দিঘিরপাড় থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো যশোর বেনাপোল পুটখালীর আজিজুর রহমান ও আব্দুল্লাহ।
র্যাব -৬ এর পরিচালক লে. কর্নেল মোসতাক আহমদ জানান, আটককৃতদের দেহ তল্লাশী করে চারটি বিদেশি পিস্তল ও ৩৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আসামিরা এলাকায় নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য অস্ত্র বহন করছিল। জিজ্ঞাসাবাদে তারা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।