নিজস্ব প্রতিবেদক
বেনাপোলে ২২ বোতল বিদেশি মদসহ আব্দুল বারিক নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত ২৬ নভেম্বর বিকেলে বেনাপোল থেকে তাকে আটকের পর মামলা দেয়া হয়েছে। আটক আব্দুল বারিক শার্শা উপজেলার অগ্রভুলট গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
এসআই আবু হাসান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন বেনাপোলের বড় আঁচড়া গ্রামে সেলিমের বাঁশবাগানে অভিযান চালিয়ে আব্দুল বারিককে ২২ বোতল বিদেশি মদসহ আটক করা হয়। এরপর তার বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা দিয়ে সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।