বেনাপোল প্রতিনিধি
যশোরের বেনাপোল সীমান্তের বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ও মাদকসহ ১৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৭ এপ্রিল) সকাল পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিরা হলেন-বেনাপোল এলাকার রশিদের ছেলে মো. রানা (২২), মো. সামছুর রহমান (৪৯), মো. আক্তার হোসেন (২৮), মো. বেল্লাল (২৫), মো. আনিচুর রহমান (৪৫), মো. ইনছান আলী (৪৬), মোছা. হনুফা বেগম (৫০), মো. ময়েন উদ্দিন (১৮), মো. ইমরান হোসেন (২৪), মো. রহমত (৪৮), আঃ হাকিম (৫৫), আসলাম মোল্লা (৩৮)।
মাদকসহ গ্রেফতারকৃতরা হলেন-ইউসুফ আলীর ছেলে আবুবক্কর (২৫) ও ক্ষিন বারপোতা গ্রামের ইসমাইল মোড়লের ছেলে মো. জাহিদ হাসান (৩৫)।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিরা গোপনে এলাকায় অবস্থান করছে, এমন খবরে, থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১২ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়। অপরদিকে, মাদক বেচাকেনার অপরাধে ২০ পিস ইয়াবাসহ আবু বকরকে ও ২৫০ গ্রাম গাঁজাসহ জাহিদকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামিদের যশোর আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি।