বেনাপোল প্রতিনিধি
যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত এবং মাদকসহ ১২ জন আসামিকে গ্রেফতার করেছে পোর্ট থানা পুলিশ। গ্রেফতারকৃতদের বাড়ি বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকায়।
বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুইয়া জানান, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিরা গোপনে এলাকায় অবস্থান করছে এমন খবরে যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের নির্দেশক্রমে মঙ্গলবার ভোর থেকে বুধবার দুপুর ১২ টা পর্যন্ত সময়ে বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়।
এসময় গ্রেফতার করা হয় পলাতক আসামি পোর্ট থানার ভবারবেড় গ্রামের আলামিন হোসেন (৩০), একই গ্রামের রহমত আলী সরদার (৩৬), জাকির হোসেন (৩৪), রহমত আলী (৩০), আমিরুল সর্দার (৩৮) ও রহমত আলী (৩২), রঘুনাথপুর গ্রামের আশরাফুল হোসেন (৩৮), শিবনাথপুর বারপোতা গ্রামের তুষার ইমরান (৩৮), কাগজপুকুর উত্তরপাড়া গ্রামের শওকত আলী মোড়ল (৪২), নেত্রকোনা জেলার আবু হানিফ (৪৪) ও বড়আঁচড়া গ্রামের রয়েলকে (৩৬)।
এছাড়া খড়িডাঙ্গা পশ্চিমপাড়া গ্রাম থেকে ২০ পিস ইয়াবাসহ ওই গ্রামের মৃত কওছার আলীর ছেলে মাহবুর রহমানকে (৩৬) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় বুধবার দুপুরে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।