শার্শা (যশোর) প্রতিনিধি
বেনাপোল স্থলবন্দরে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ চুরির সময় বাঁধা দেয়ায় চালক হরিকেশকে (৩৭) ছুরিকাঘাত করে জখম করেছে দুই দুর্বৃত্ত। বৃহস্পতিবার রাত ৯ টার সময় বেনাপোল স্থলবন্দরের ১৯ নং শেডের পাশে এ ঘটনা ঘটে। আহত ট্রাক ড্রাইভার হরিকেশ ভারতের গুজরাটের বাসিন্দা।
আহত হরিকেশ জানান, ট্রাকে (নং-ঘখ০১ অঊ৮১০১) শুয়ে ছিলাম। প্রকৃতির ডাকে সাড়া দিতে ট্রাকের দরজা বন্ধ করে বাথরুমে যাই। ফিরে দেখি দুই চোর ট্রাকের সামনে দাঁড়িয়ে ট্রাকের যন্ত্রাংশ খুলছে। এসময় বাঁধা দিলে আমার পিঠে চাকু মেরে পালিয়ে যায়।
সেখান থেকে বন্দরের শ্রমিকরা আমাকে উদ্ধার করে বর্ডারম্যানদের সহযোগিতায় স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে যান।
বেনাপোল স্টাফ আসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু তাকে উদ্ধার করেন। পরে স্টাফ অসোসিয়েশনের এক বর্ডারম্যানের মোটরসাইকেল করে তাকে ডাক্তারের কাছে নিয়ে যান। ডাক্তার তার পিঠে ৬টি সেলাই দিয়েছে বলে জানতে পেরেছি।