নিজস্ব প্রতিবেদক
বেনাপোলে র্যাব-পুলিশের পৃথক অভিযানে চিহ্নিত মাদক কারবারি ও সন্ত্রাসী আশানুরসহ চারজনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা ও ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
আটক আশানুর মোল্যা বেনাপোলের কলেজপাড়া এলাকার মৃত আলতাব মোল্যার ছেলে এবং একই এলাকার আলমগীর ভুইয়ার ছেলে রাজিব ভুইয়া, রঘুনাথপুরের আনসার আলীর ছেলে খোরশেদ আলম এবং মৃত তাহের আলী মল্লিকের ছেলে রফিকুল ইসলাম।
ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানিয়েছেন, এসআই সেলায়মান আক্কাসের নেতৃত্বে একদল পুলিশ গত ১১ নভেম্বর ভোর সাড়ে ৬টার দিকে সদর উপজেলার হাশিমপুর এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। এসময় হাশিমপুর বাজারের ইসলামী ব্যাংকের সামনে থেকে আশানুর মোল্যা ও তার সহযোগি রাজিব ভুইয়াকে সন্দেহজনকভাবে আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা একটি ব্যাগে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এই ঘটনায় তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দিয়ে এদিনই আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য আটক আশানুরের বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ ২০ এবং রাজিবের বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে।
অপরদিকে র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টিম ১০ ডিসেম্বর রাতে বাঘারপাড়া উপজেলার দাদপুর গ্রামে অভিযান চালিয়ে খোরশেদ আলম ও রফিকুল ইসলাম নামে দুইজন মাদক কারবারিকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় তাদের বিরুদ্ধে ওই রাতেই বাঘারপাড়া থানায় মামলা দিয়ে ১১ ডিসেম্বর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।