নিজস্ব প্রতিবেদক :
যশোরের বেনাপোলের শিকড়ি গ্রামের হাজীর মোড়ে অভিযান চালিয়ে ৮০ বোতল ফেনসিডিলসহ দু’জনকে আটক করেছে ডিবি পুলিশ। তাদের আটক করে মামলা দিয়ে রোববার আদালতে সোপর্দ করা হয়। তারা হচ্ছে, শিকড়ি (পশ্চিম পাড়া) গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আক্তারুল ইসলাম ও শার্শা উপজেলার পাঁচভুলট গ্রামের হানিফ আলীর ছেলে শরিফুল ইসলাম।
ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, শনিবার সন্ধ্যায় ডিবির এসআই সোলায়মান আক্কাসসহ এসআই হামিদুর রহমান, এএসআই শফিউর রহমান জুয়েল, এএসআই নাজমুল ইসলামসহ একটি টিম গোপন সূত্রে খবর পান বেনাপোল পোর্ট থানাধীন শিকড়ি গ্রামের হাজীর মোড় নামক স্থানে বেচাকেনার জন্য মাদক ব্যবসায়ীরা ফেনসিডিল নিয়ে অবস্থান করছে। ওই খবরের ভিত্তিতে সেখানে ডিবির টিম অভিযান চালায়। ডিবির অবস্থান বুঝতে পেরে ফেনসিডিল নিয়ে দুইজন দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ তাদেরকে আটক ও ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।