নিজস্ব প্রতিবেদক
বেনাপোলের কাস্টম গোয়েন্দা ও তদন্ত সার্কেল ভারতগামী পাসপোর্ট যাত্রীর নিকট থেকে ২শ ৩২ গ্রাম ওজনের ২ টি স্বর্ণের বার উদ্ধার করেছে। মঙ্গলবার সকালে বেনাপোল চেকপোস্টে যাত্রী শরীয়তপুরের এসকান্দারের ছেলে আব্দুস সালামের (৩৬) নিকট থেকে স্বর্ণেরবার উদ্ধার করা হয়।
কাস্টম গোয়েন্দা কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এক পাসপোর্ট যাত্রী স্বর্ণ বহন করে বেনাপোল দিয়ে ভারতে প্রবেশ করবে। সে মোতাবেক তার নজরদারি শুরু করেন। যাত্রী বেনাপোল কাস্টমে আসলে তাকে জিজ্ঞাসাবাদে স্বর্ণের কথা স্বীকার করেন।
পরে তার ব্যাগের মধ্যে কসটেপে মোড়ানো স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।