বেনাপোল (যশোর) প্রতিনিধি
শ্রমিক নেতা লাল্টুর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে দুই শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ শ্রমিকরা।
রোববার (১৩ এপ্রিল) সকাল ১০টার দিকে শুরু হওয়া বিক্ষোভে বন্দরের পণ্য খালাস কার্যক্রম অনেকটা বন্ধ হয়ে পড়ে।
শ্রমিকরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বেনাপোল স্থলবন্দর প্রদক্ষিণ করে। পরে মিছিলটি হ্যান্ডেলিং ৯২৫ শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ধর্মীয় মাহফিলে যাওয়ার পথে শ্রমিক নেতা লাল্টুকে শার্শার রাজাপুর এলাকার গয়ড়া রোডের শেষ মাথায় ব্রিজের ওপর ১০-১২ জন সন্ত্রাসী কুপিয়ে গুরুতর জখম করে। এ ঘটনায় শ্রমিকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
তারা বলেন, হামলার মূল অভিযুক্ত আশানুরকে গ্রেফতার করা হলেও বাকি হামলাকারীরা এখনও ধরা পড়েনি। হামলাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানানো হয়েছে।
বক্তারা আরও বলেন, হামলায় জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় না আনা হলে শ্রমিকরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।
বিক্ষোভে দুই ইউনিয়নের শীর্ষ নেতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন সাধারণ শ্রমিকরা। সমাবেশ থেকে বক্তারা শ্রমিক নেতা লাল্টুর ওপর হামলাকে পরিকল্পিত সন্ত্রাসী তৎপরতা উল্লেখ করে বলেন, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে বন্দরের স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হতে থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন—৮৯১-এর জয়েন্ট সেক্রেটারি শাহাবুদ্দিন, ৯২৫-এর সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ, সহ-সভাপতি তবিবার রহমান, সহ-সাধারণ সম্পাদক (২) মো. জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইদ্রিস আলী ডাক্তার, কোষাধ্যক্ষ মো. সবুজ হোসেন, প্রচার সম্পাদক মো. ওমর ফারুক, বন্দরবিষয়ক সম্পাদক মো. আব্বাস আলী, দপ্তর সম্পাদক মো. আবুল কাশেম, কার্যনির্বাহী সদস্য মো. কামরুজ্জামান, মো. ইছাহক মেম্বার, রায়হানুজ্জামান দিপু, লিংকন মেম্বার, জামির হোসেন, রফিকুল, রায়হান মেম্বার, খোকন, মো. জুলু মেম্বারসহ ৯২৫ ও ৮৯১-এর সকল নেতাকর্মী ও সাধারণ শ্রমিক।