নিজস্ব প্রতিবেদক :
যশোরের বেনাপোলে ফেনসিডিল ও নগদ সাড়ে ১৩ লাখ টাকাসহ আলমগীর হোসেন (৩৮) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার রাত ১০টার দিকে বলফিল্ড এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আলমগীর বেনাপোল পুটখালি গ্রামের নজরুল ইসলামের ছেলে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, বেনাপোল পোর্ট থানার বলফিল্ড এলাকার আলমগীর হোসেনের বাড়িতে অভিযান চালায় বিজিবি। রাত ১০টার দিকে বেনাপোল বিজিবি ক্যাম্পের একটি টহলদল সেখানে উপস্থিত হলে আলমগীর হোসেন পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার বাড়ি তল্লাশি করে ১৯৯ বোতল ভারতীয় ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ ১৩ লাখ ৫৮ হাজার ৫৩৫ টাকা জব্দ করা হয়।