নিজস্ব প্রতিবেদক
যশোর-১ (শার্শা) আসনে স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন ও তার লোকজনের ওপর হামলার অভিযোগ উঠেছে। আওয়ামী লীগের নৌকার প্রার্থী শেখ আফিল উদ্দিনের নেতাকর্মীদের বিরুদ্ধে এ অভিযোগ করা হয়েছে। হামলায় লিটনসহ ১০ কর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে যশোরের বেনাপোল স্থলবন্দরের ১ ও ২ নম্বর ফটকের সামনে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান। এরপর বেনাপোল বন্দরে পণ্য ওঠানো-নামানোর কার্যক্রম আধা ঘণ্টা মতো বন্ধ ছিল। পরে পুলিশ ও আনসার সদস্যদের সতর্ক অবস্থানের কারণে বন্দরের কার্যক্রম আবার শুরু হয়।
পরে এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে হামলার সঙ্গে জড়িত বন্দরের তিন শ্রমিককে ৫ হাজার টাকা করে জরিমানা আদায় করেন। জরিমানা করা শ্রমিকেরা হলেন শার্শার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা রশিদ মল্লিক, ছোট আঁচড়া গ্রামের রাজু সরদার ও বাবু সরদার। তারা বন্দরের হ্যান্ডলিং শ্রমিক হিসেবে কাজ করেন।
স্বতন্ত্র প্রার্থী যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম বলেন, ‘আমিসহ ১০-১৫ জন কর্মী রক্তাক্ত জখম হলাম। সেখানে হামলাকারীদের কারাদ- না দিয়ে জরিমানা করা করে ভ্রাম্যমাণ আদালত দায় সারলেন। এক মাসের কারাদ- দেওয়া জরুরি ছিল।
বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হামলার সঙ্গে জড়িত অভিযোগে বন্দরের ৩ শ্রমিকের কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযোগের বিষয়ে শেখ আফিল উদ্দিন বলেন, ‘আশরাফুল আলমের ওপর হামলার সঙ্গে নৌকা প্রতীকের প্রার্থী বা আওয়ামী লীগের কোনো লোকজনের সম্পৃক্ততা নেই। আমি শুনেছি, বন্দরের ভেতরে শ্রমিকদের সঙ্গে আশরাফুলের কথাকাটাকাটি হয়েছে। সেখানে শ্রমিকেরা তাকে ধাক্কা বা মারধরও করতে পারেন। এর সঙ্গে আমাদের কোনো কর্মীর সম্পৃক্ততা নেই।’