নিজস্ব প্রতিবেদক
বেনাপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম এবং একই ইউনিয়নের ৪নং ওয়ার্ড কাগজপুকুরের সভাপতি ইয়াকুব আলীর দলীয় পদ স্থগিত করা হয়েছে। বুধবার যশোর জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট সাবেরুল হক সাবু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে জেলা বিএনপির অনুমতি না নিয়ে কাগজপুকুরে সমাবেশ করায় তাদের দলীয় পদ স্থগিত করা হয়েছে। একই সাথে তাদেরকে কেন বহিষ্কার করা হবে না পত্রপ্রাপ্তির তিন দিনের মধ্যে জেলা বিএনপির সদস্য সচিব বরাবর জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।