নিজস্ব প্রতিবেদক: যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভোটগ্রহণ আগামী ৭ জানুয়ারি। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রচার প্রচারণা অব্যাহত রয়েছে। শনিবার শহরের আরএন রোড, কাপুড়িয়াপট্টি, বিসিক, বেনাপোল ও অভয়নগরের নওয়াপাড়ায় গণসংযোগ করেছেন দুই প্যানেলের প্রার্থীরা।
নির্বাচনে ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃত্ব দিচ্ছেন যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মিজানুর রহমান খান, সাজ্জাদুর রহমান সুজা, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ আতিকুর রহমান বাবু ও ইদুল চাকলাদার। ব্যবসায়ী অধিকার পরিষদের নেতৃত্বে রয়েছেন সংস্থার সাবেক নির্বাহী সদস্য হুমায়ুন কবীর কবু-মিজানুর রহমান ও আসাদুজামান মিঠু।
ব্যবসায়ী ঐক্য পরিষদের সদস্য এজাজ উদ্দিন টিপু বলেন, আমাদের প্যানেল গতকাল শহরের বিভিন্ন এলাকাসহ বেনাপোল ও শিল্পশহর নওয়াপাড়ায় ব্যবসায়ীদের দ্বারে দ্বারে গিয়েছে। সেখানে আমরা ভোটারদের ভোট প্রার্থনা করেছি। দীর্ঘ ৮ বছর পর ভোট উৎসবে যোগ দিতে ভোটাররা সাথে থাকবেন বলে আমাদেরকে আশস্ত করেছেন।
ব্যবসায়ী অধিকার পরিষদের প্যানেল লিডার মিজানুর রহমান বলেন, গতকাল শহরের বকচর, মুড়লির মোড়সহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের সাথে আমরা মতবিনিময় করেছি। পর্যায়ক্রমে সবার কাছে যাব।