নিজস্ব প্রতিবেদক
বেনাপোল কাস্টমস কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেনসহ কাস্টমস ও ভ্যাট প্রশাসনের ১৭ জন কমিশনারকে বদলি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসনের দ্বিতীয় সচিব মোহাম্মদ আবুল মনসুর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বেনাপোল কাস্টমসের বিদায়ী কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেনকে জাতীয় রাজস্ব বোর্ডের গবেষণা ও পরিসংখ্যান অনুবিভাগের মহাপরিচালক পদে বদলি করা হয়েছে। তার স্থলে বেনাপোল কাস্টমস কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মো. ফাইজুর রহমানকে। তিনি এর আগে রাজশাহী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
জানা গেছে, নানা অনিয়ম ও দুর্নীতি দমন জোরদার করতে চার মাস আগে খালেদ মোহাম্মদ আবু হোসেনকে বেনাপোল কাস্টমসে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব পালনকালে তিনি কাস্টমস হাউস থেকে বহিরাগত অপসারণ এবং ঘুষ বাণিজ্য বন্ধে কিছু পদক্ষেপ নিলেও সামগ্রিকভাবে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি বলে অভিযোগ রয়েছে। তার দায়িত্বকালে বেনাপোল কাস্টমস নানা বিতর্কে জড়ায়।
গত ৭ অক্টোবর দুর্নীতি দমন কমিশন (দুদক) বেনাপোল কাস্টমস হাউসে অভিযান চালায়। অভিযানে কাস্টমসের এক রাজস্ব কর্মকর্তার কাছ থেকে ঘুষের টাকা উদ্ধার করা হয় এবং তার এক সহযোগীকে আটক করা হয়। অভিযোগ রয়েছে, ওই সময় অভিযুক্ত রাজস্ব কর্মকর্তাকে ছেড়ে দিতে দুদককে বাধ্য করা হয়। পরদিন জনবিক্ষোভের মুখে সংশ্লিষ্ট রাজস্ব কর্মকর্তাকে দুদকের কাছে হস্তান্তর করা হয়।
এছাড়া ভারত থেকে কাগজপত্রবিহীন পণ্যবোঝাই ট্রাক আটকের ঘটনায় জড়িতদের রক্ষায় সহায়তার অভিযোগও ওঠে কমিশনারের বিরুদ্ধে।
প্রজ্ঞাপনে আরও যাদের বদলি করা হয়েছে, তাদের মধ্যে ঢাকা জাতীয় রাজস্ব বোর্ডের কমিশনার আবুল বাসার মো. শফিকুর রহমানকে চট্টগ্রাম আইসিডি কাস্টম হাউসে, যশোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার শেখ আবু ফয়সাল মো. মুরাদকে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে এবং জাতীয় রাজস্ব বোর্ড ঢাকার মহাপরিচালক মো. আবদুল হাকিমকে যশোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া ঢাকা শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের কমিশনার এ কে এম নূরুল হুদা আজাদকে গাজীপুর ভ্যাট কমিশনারেটে, ঢাকা কাস্টমস রিস্ক ম্যানেজমেন্ট কমিশনার মোহাম্মদ মাহমুদুল হাসানকে নারায়ণগঞ্জ ভ্যাট কমিশনারেটে, রংপুর ভ্যাট কমিশনারেটের কমিশনার অরুণ কুমার বিশ্বাসকে বরিশাল ভ্যাট কমিশনারেটে, খুলনা ভ্যাট কমিশনারেট (আপিল)-এর কমিশনার এস এম সোহেল রহমানকে ময়মনসিংহ ভ্যাট কমিশনারেটে এবং ঢাকা-১ ভ্যাট (আপিল) কমিশনারেটের কমিশনার শামীম আরা বেগমকে জাতীয় রাজস্ব বোর্ড ঢাকায় বদলি করা হয়েছে।
সদ্য যোগদানকৃত কমিশনারদের মধ্যে শামীমা আক্তারকে ঢাকা-১ ভ্যাট (আপিল) কমিশনারেটে, মু. রইচ উদ্দিন খানকে ঢাকা ইকোনমিক জোন কমিশনারেটে, মোহাম্মদ ছালাউদ্দিন রিপনকে ঢাকা শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরে, মুহা. মাহবুবুর রহমানকে রাজশাহী ভ্যাট কমিশনারেটে, মো. গিয়াস কামালকে ঢাকা কাস্টমস রিস্ক ম্যানেজমেন্টে, মোহাম্মদ সফিউর রহমানকে রংপুর ভ্যাট কমিশনারেটে, মো. মুশফিকুর রহমানকে সাতক্ষীরার ভোমরা কাস্টমস হাউসে এবং মানস কুমার বর্মনকে খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
