বেনাপোল প্রতিনিধি
যশোরের বেনাপোলে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত যাবজ্জীবন ও পরোয়ানাভুক্ত পলাতক ৩ জন আসামিকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। বুধবার অভিযানে তাদেরকে বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।
দায়রা-৩৩৪/২০০৯ মামলার যাব্বজীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলো- বেনাপোল পোর্ট থানার সাদীপুর গ্রামের খোকনের ছেলে সোহেল রানা, শিকড়ি গ্রামের সালাম সরদারের ছেলে রুহুল আমিন ও বটতলার আ: রহমানের ছেলে আশরাফ আলী।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, তাদের কাছে গোপন খবর আসে বিভিন্ন মামলার যাবজ্জীবন ও পরোয়ানা ভুক্ত পলাতক আসামিরা গোপনে এলাকায় ফিরে অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের যথাযথ পুলিশ প্রহরায় অদ্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন:অস্ত্রসহ সুন্দরবন থেকে চার বনদস্যু আটক
১ Comment
Pingback: শার্শায় ৪ কেজি স্বর্ণের বারসহ ২ পাচারকারী আটক