নিজস্ব প্রতিবেদক
দেশের ঐতিহ্যবাহী জেলা যশোরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বসবাসরত ও কর্মরত প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মিলনমেলা হয়েছে। যশোর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ মিলন মেলায় বিশ্ববিদ্যালয়ের সপ্তম ব্যাচ থেকে ৪৭ ব্যাচের শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। এসময় বেনাপোল পৌরসভার নবনির্বাচিত মেয়র জাবির সাবেক ছাত্র মো. নাসির উদ্দীনকে সংবর্ধনা দেওয়া হয়।
গতকালের অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন যশোরের সভাপতি আলী সাজ্জাদ মাসুমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক যশোর এম এম কলেজের অধ্যক্ষ অধ্যাপক মর্জিনা আক্তার রোজি, যশোর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. আহসান হাবীব, যশোর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক আবু বকর শিবলি, বেনাপোল পৌরসভার নবনির্বাচিত মেয়র নাসির উদ্দিন, যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। এছাড়া সাংবাদিক সাহানোয়ার সাইদ শাহীন, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম নূরউদ্দিন শহীদ, মোহাম্মদ আলী সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শেখ সাইফুল ইসলাম সাগর উপস্থিত ছিলেন।
গতকালের অনুষ্ঠানে যশোর জেলায় বসবাসরত জাবিয়ান সকল ছাত্র ছাত্রীর মধ্যে বন্ধন সুদৃঢ করতে আরো নানান ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া বেনাপোল পৌরসভার নবনির্বাচিত মেয়র মো. নাসির উদ্দীনকে সংবর্ধনা দেওয়া হয়।