নিজস্ব প্রতিবেদক
বেনাপোল স্থলবন্দরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অস্থায়ী ভিত্তিতে দুইজন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছেন যশোর জেলা ম্যাজিস্ট্রেট। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে যশোর জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ নিয়োগ দেওয়া হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, বেনাপোল স্থলবন্দরে স্থায়ীভাবে পদ সৃজন ও স্থায়ী নিয়োগ না হওয়া পর্যন্ত অস্থায়ীভাবে এই দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। নিয়োগপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা হলেন, শার্শার উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ড. কাজী নাজীব হাসান ও শার্শার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম।
জানা গেছে, নৌপরিবহন মন্ত্রণালয়ের বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ শাখার ১৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখের (স্মারক নং ১৮.০০.০০০০.০২৬.০১৮.১১.২৪-১৫৪) নির্দেশনার ভিত্তিতে এ নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
এর আগে নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক গঠিত তদন্ত কমিটি বেনাপোল স্থলবন্দরের অনিয়ম ও ব্যবস্থাপনা সংক্রান্ত প্রতিবেদনে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশাসনিক উদ্যোগ জোরদারের সুপারিশ করেছিল। সেই প্রেক্ষিতেই জেলা প্রশাসনের এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। স্থানীয় প্রশাসন আশা করছে, এই নিয়োগের ফলে স্থলবন্দরের শৃঙ্খলা ও কার্যক্রম আরও সুসংগঠিত হবে।
