নিজস্ব প্রতিবেদক,ঝিকরগাছা
যশোর বেনাপোল মহাসড়কের ঝিকরগাছার বেনীয়ালী নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সে ফতেপুর গ্রামের ইসরাফিল হোসেনের ছেলে ইমরান হোসেন (১৬)।
স্থানীয় এবং পুলিশ সূত্র জানিয়েছে, ঈদের দিন বিকেলে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। যশোর বেনাপোল মহাসড়কের বেনেয়ালী বেলতলা গির্জার পাশে মহাসড়কে কলেজ ছাত্রের মৃত্যু ঘটেছে। মোটরসাইকেলের (ঢাকা মেট্রো হ- ৪৮-২১৮৬) নিয়ন্ত্রণ হারিয়ে ইমরান হোসেন (১৬) রাস্তার ওপর পড়ে গেলে সেখানেই সে মারা যায়।
ইমরান হোসেন প্রথম বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।
নাভারন হাইওয়ে পুলিশের সাব-ইন্সপেক্টর মফিজুল ইসলাম জানান-বেপরোয়া গতির কারণেই হয়তোবা এ দুর্ঘটনা ঘটেছে।