নিজস্ব প্রতিবেদক
যশোরে মহাসড়ক সংস্কারে দুর্নীতি বন্ধসহ চার দফা দাবিতে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের সড়ক ও জনপথ (সওজ) কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
আন্দোলনের নেতৃত্ব দেন যশোর জেলা কমিটির আহ্বায়ক রাশেদ খান। শতাধিক নেতাকর্মী পোস্টার হাতে নিয়ে সড়কে নানা স্লোগান দিয়ে বিক্ষোভ করেন। তারা দাবি করেন, মহাসড়ক সংস্কারে অনিয়মের সঙ্গে জড়িত ঠিকাদার, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, এবং সওজের অসাধু কর্মকর্তাদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে।
চার দফা দাবির মধ্যে রয়েছে, রাস্তা সংস্কারে দুর্নীতির তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সড়ক নির্মাণে নিম্নমানের বিটুমিন ব্যবহার বন্ধ করতে হবে। কমিশনভোগী অসাধু কর্মকর্তাদের বরখাস্ত করতে হবে। মহাসড়ক সংস্কারের কাজের মান উন্নত করার প্রতিশ্রুতি দিতে হবে।
হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, রাস্তা নির্মাণ ও সংস্কারে যে অনিয়ম চলছে, তা মানুষের জীবন ঝুঁকিতে ফেলছে। এটি মেনে নেওয়া হবে না। দাবি পূরণ না হলে সওজ কার্যালয় ঘেরাওসহ কঠোর আন্দোলনে নামা হবে।
বিক্ষোভে উপস্থিত ছিলেন, নাগরিক অধিকার আন্দোলনের নেতা জিল্লুর রহমান ভিটু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক জেসিনা মোর্শেদ প্রাপ্তি, মুখ্য সংগঠক আল মামুন লিখন প্রমুখ।
