নিজস্ব প্রতিবেদক
যশোরে চলছে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালা। বুধবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় এ কর্মশালার উদ্বোধন করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।
এসময় তিনি বলেন, বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে মানুষ। ধর্মীয় বিশ্বাস বা রাজনৈতিক দর্শনের কারণে কাউকে বিভাজিত করা হবে না এমন বাংলাদেশের প্রত্যাশা। সেই প্রত্যাশা পূরণে কাজ করছে তারেক রহমান। বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা তার হাত শক্তিশালী না করলে সেটা সম্ভব হবে না। এজন্য আজকে বিএনপির রাষ্ট্র সংস্কারের ৩১ দফা নিয়ে প্রশিক্ষণ এবং সকলকে তার হয়ে কাজ করতে হবে।
জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে কর্মশালায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জাবিউল্লাহ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, সহ প্রশিক্ষণ সম্পাদক রেহানা আক্তার রানু, কেন্দ্রীয় মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবীবা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল ও পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য ইসরাফিল খসরু চৌধুরী, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বক্তব্য রাখেন।
এ কর্মশালার দ্বিতীয়ার্ধে দুপুর ৩টায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তারেক রহমান। কর্মশালায় যশোর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ৮শতাধিক নেতৃবৃন্দ অংশ নিয়েছেন।