নিজস্ব প্রতিবেদক
যশোরে বোনের বাড়ি থেকে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিন ভাই। আহতরা হলেন, বাঘারপাড়া জামদিয়ার করিমপুর গ্রামের মাসুম বিল্লাহ (২০), ফুফাতো ভাই তেঘরী গ্রামের জিহাদ মোল্ল্যা রাজা (২০) ও জামদিয়ার মহিম উদ্দিন (১৮)। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে যশোর-নড়াইল সড়কের বাঘারপাড়া রুস্তমপুরের কদমতলা মোড়ে। আহতরা যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।
আহত মাসুম বলেন, তার ফুপাতো ভাই মহিম ও রাজাকে সাথে নিয়ে যশোর সদরের ঝুমঝুমপুর বোনের বাড়ি বেড়াতে গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পথে যশোর-নড়াইল সড়কের বাঘারপাড়া রুস্তমপুরের কদমতলা মোড়ে পৌঁছালে পাশর্^ রাস্তা থেকে দ্রুত গতির একটি মোটরসাইকেল সড়কে চলে আসে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে গেলে তারা সড়কের উপর পড়ে গিয়ে আহত হয়েছেন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুর রহমান জানান, তাদের তিনজনরই শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে।