নিজস্ব প্রতিবেদক
যশোর শহরতলীর পুলেরহাট বেড়বাড়ি এলাকায় বোমা বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনায় সন্ত্রাসী বাহিনী প্রধান তানভীর হাসান তানের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মন্ডল এই আদেশ দিয়েছেন। আসামি তানভীর বেড়বাড়ি গ্রামের কাজী আসলাম বাবু ড্রাইভারের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, আসামি তানভীর আহম্মেদ তানের নেতৃত্বে তার সহযোগীরা এলাকায় ব্যাপক হারে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করে। স্থানীয় মসজিদের সেক্রেটারি আনোয়ার হোসেনের বাড়িতে গিয়ে তানভীর ও তার সহযোগীরা গালিগালাজ ও জানালার গ্লাস ভেঙ্গে ফেলে। এনিয়ে এলাকায় সালিশ হয়। এতে ক্ষিপ্ত হয়ে তানভীর ও তার সহযোগীরা গত ২৭ আগস্ট গভীর রাত আড়াইটার দিকে বেড়বাড়ি গ্রামের বাবুল হোসেনের বাড়িতে হামলা করে। এ সময় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে হামলাকারীদের ধাওয়া করা হয়। হামলাকারীরা তখন বোমা হামলা ও গুলি করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বোমার স্পিন্টার, অবিস্ফোরিত বোমা ও গুলির খোসা উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় বেড়বাড়ি মসজিদ কমিটির সহ-সভাপতি বাবুল হোসেন বাদী হয়ে তানভীর হাসান তানসহ ১২ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তানভীর হাসান তানকে আটকের পর চারদিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করেন। গতকার রোববার তানভীরের রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
