নিজস্ব প্রতিবেদক
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের যশোর জেলা পর্যায়ের ফাইনালে গত কয়েক বছরের অতি পরিচিত দৃশ্য যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ ও কালেক্টরেট স্কুলের লড়াই। ২০২৩ সালের ব্যতিক্রম ছাড়া আর এক ঘটনা পরিচিত হয়ে দাঁড়িয়েছে। মাঠের লড়াইয়ে টান টান উত্তেজনা শেষে বোর্ড স্কুলের শিরোপা উৎসব। এ বছরও তার বিপরীত কিছু হয়নি। মঙ্গলবার কালেক্টরেট স্কুলকে ১৪২ রানে হারিয়ে রেকর্ড ষষ্ঠ শিরোপা জিতেছে যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ।
মঙ্গলবার শাম্স-উল-হুদা স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করে সিদ্ধান্ত নেয় যশোর শিক্ষা বোর্ড স্কুলের অধিনায়ক কাবিদ আল সিয়াম। ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট ২৬৬ রানের চ্যালেঞ্জি স্কোর দাঁড় করায়। জবাবে ব্যাট করতে নেমে আরিফুজ্জামানের বোলিং তোপে ৩০ ওভার ৩ বলে ১২৪ রান করে।
বল হাতে ২২ বলে তিনটি চারে ১৯ রানের সাথে ১০ ওভার বল করে তিনটি মেডেনসহ ৩২ রান খরচায় তুলে নেন প্রতিপক্ষের চারটি উইকেট তুলে ফাইনাল সেরা খেলোয়াড় হয়েছেন আরিফুজ্জামান।
ব্যাট করতে নেমে ঝড়ো শুরু এনে দেন বোর্ড স্কুলের দুই ওপেনার কাবিদ আল সিয়াম ও আসাদুল্লাহ হিল গালিব। ৬ ওভার ৩ বলে স্থায়ী জুটিতে দলের খাতায় যোগ হয় ৪০ রান। সিয়াম ২৬ বলে ৬টি চারে ৩০ রান করে সাজঘরে ফিরলে ভাঙ্গে জুটি।
সিয়ামের আউটের পর দ্রুত আরও দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বোর্ড স্কুল। চতুর্থ উইকেটে গালিব ও তানভীর তাসিন শতরারে জুটিতে ঘুরে দাঁড়ায় তার। দুজনই তুলে নেন অর্ধশতক। মূলত এ দুজনের ব্যাটের উপর ভর করেই বড় রানের ভিত পায় বোর্ড স্কুল। সেই ভিতের উপর দাঁড়িয়ে সানোয়ার হোসেন রনি ও আরিফুজ্জামানের ঝড়ো ইনিংসে ২৬৬ রান করতে পারে। আব্দুল্লাহ হিল গালিব ১০৩ বল খেলে সাতটি চারে ৬৬, তানভীর তাসিন ৬৪ বলে পাঁচটি চার ও দু’টি ছয়ে ৬৫, আরিফুজ্জামান ২২ বলে তিনটি চারে ১৯, সানোয়ার হোসেন রনি ২৫ বলে পাঁচটি চারে ৩৩ রান করেন। অতিরিক্ত হতে তাদের সংগ্রহ ২৭ রান।
বল হাতে কালেক্টরেট স্কুলের আসিব জামান সেতু ৪৩ রানে তিনটি, সেলিম সাদমান ৫৭ রানে দু’টি এছাড়া একটি করে উইকেট নিয়েছেন মারিফুল ইসলাম ও সৈয়দ আহমেদ ইয়ামিন। জবাবে ব্যাট করতে নেমে কালেক্টরেট স্কুলের দুই ওপেনারও দারুন শুরু এনে দেন। ৪১ রানের ওপেনিং জুটির পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১২৪ গুটিয়ে দলীয় ইনিংস।
ব্যাট হাতে কালেক্টরেট স্কুলের আহসান রহমান ৪৪ বলে তিনটি চারে ২৮, জিএম আসিফ মাহমুদ ২৮ রানে তিনটি চারে ১৭, আসিব জামান সেতু ১৬ বলে দু’টি চারে ১৬, সেলিম সাদমান ৩২ বলে চারটি চারে করেন ১৮ রান। অতিরিক্ত হতে সংগ্রহ ৩৮ রান।
বল হাতে আরিফুজ্জামান ৩২ রানে চারটি, একটি করে উইকেট দখল করেন মাহমুদ হাসান জিহাদ, কাবিদ আল সিয়াম, সানোয়ার হোসেন রনি ও আসাদুল্লাহ হিল গালিব।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিবুল আলম। জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা খালিদ জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাইম ব্যাংক যশোরের সিনিয়র অ্যাসিটেন্ট ভাইস প্রেসিডেন্ট মোস্তফা মাহমুদ, জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য মোহাম্মদ শফিকউজ্জামান, সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল, জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ক্রীড়া সংগঠক মাহতাব নাসির পলাশ। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য ও ক্রীড়া সংগঠকবৃন্দ।