নিজস্ব প্রতিবেদক
যশোরে মতিয়ার রহমান মোল্যা নামে এক ব্যবসায়ীকে মারপিট করে নগদ পাঁচ লাখ ও পাঁচ লাখ টাকার চেক ছিনিয়ে নেয়ার অভিযোগে আদালতে মামলা হয়েছে। গত ২৭ আগস্ট বিকেলে সদর উপজেলার বসুন্দিয়া মোড়স্থ ওয়ান ব্যাংকের নিচে এই ঘটনার পরে ভুক্তভোগী বাদী হয়ে বৃহস্পতিবার পাঁচজনের নামে মামলাটি করেছেন। বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য বিশেষ পুলিশ সুপার (সিআইডি) যশোরকে নির্দেশ দিয়েছেন।
বিষয়টি জানিয়েছেন, বাদীর আইনজীবী রুহিন বালুজ।
আসামিরা হলো, একই উপজেলার গাইদগাছি গ্রামের সাবেক মেম্বার কেসমত আলীর দুই ভাগ্নে আসাদ ও সবুজ, মৃত কেরামত আলী মোল্যার মেয়ে মাসুরা খাতুন, বানিয়ারগাতি গ্রামের মৃত জলিলের ছেলে তাহের ও মৃত শাহাদত মোল্যার ছেলে হাসান।
বাদী মামলায় বলেছেন, তিনি বাংলাদেশ জাতীয় পার্টির বসুন্দিয়া ইউনিয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক পাশাপাশি একজন ব্যবসায়ী। গত ১৫দিন পূর্ব থেকে বাদীকে আওয়ামী লীগের দোসর ট্যাগ দিয়ে দশ লাখ টাকা চাঁদা দাবি করে আসামিরা। তিনি এর প্রতিবাদ করেন। গত ২৭ আগস্ট বিকেল পৌনে চারটার দিকে নগদ পাঁচ লাখ টাকা এবং আরো পাঁচ লাখ টাকার একটি চেক বসুন্দিয়া মোড়স্থ ওয়ান ব্যাংকে জমা দেয়ার জন্য যাচ্ছিলেন। ব্যাংকের সামনে পৌঁছানো মাত্র সকল আসামি তাকে পথরোধ করে। তাকে অপহরণ করে সিঙ্গিয়া আদর্শ ডিগ্রি কলেজ মাঠে হাসানের চায়ের দোকানে নিয়ে যায়। এসময় মারপিটের পরে তার কাছে থাকা পাঁচ লাখ টাকা ও পাঁচ লাখ টাকার একটি ব্যাংক চেক ছিনিয়ে নেয়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা চলে যায়। এরপরে তাকে উদ্ধার যশোর ২৫০ শয্যা জেনারেল চিকিৎসা করানো হয়। রাতেই এই ব্যাপারে কোতোয়ালি থানায় গেলে মামলা গ্রহণে অস্বীকৃতি জানায় পুলিশ ফলে বাধ্য হয়ে গতকাল আদালতে এই মামলাটি করেছেন।