নিজস্ব প্রতিবেদক: যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে ভোটারদের সাথে মতবিনিময় অব্যাহত রেখেছেন ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার শহরের আরএন রোড, বকচর, সিটি কলেজ পাড়া ও ঢাকা রোড তালতলা এলাকায় ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করেন।
ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেল লিডার ও জেলা আওয়ামী লীগের শিল্প বিষয়ক সম্পাদক শেখ আতিকুর বাবু জানান, আমরা গতকাল শহরের বিভিন্ন এলাকার ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেছি। তাদেরকে আমাদের প্যানেলে ভোট দিয়ে ভোটারদের খেদমত করার সুযোগ দেওয়ার অনুরোধ করা হয়েছে। এসময় ভোটারদের স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি আমরা।
আগামী ৭ জানুয়ারি যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভোটগ্রহণ। শহরের কালেক্টরেট স্কুলে এই ভোটগ্রহণ করা হবে। নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃত্ব দিচ্ছেন যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মিজানুর রহমান খান, জেলা আওয়ামী লীগের শিল্প বিষয়ক সম্পাদক শেখ আতিকুর বাবু, সাজ্জাদুর রহমান সুজা ও ইদুল চাকলাদার। আর ব্যবসায়ী অধিকার পরিষদের নেতৃত্বে রয়েছেন সংস্থার সাবেক নির্বাহী সদস্য হুমায়ুন কবীর কবু-মিজানুর রহমান ও আসাদুজামান মিঠু।