নিজস্ব প্রতিবেদক
যশোরে সিএমএসএমই ক্লাস্টার চিহ্নিতকরণ এবং ক্লাস্টারের সাথে ব্যাংকের সম্পৃক্ততা বৃদ্ধিকল্পে ক্লাস্টার অর্থায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় শেখ হাসিনার সফটওয়্যার টেকনোলজি পার্ক অডিটোরিয়ামে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, ক্লাস্টার ব্যাংকিং হচ্ছে সহজেই লোন প্রাপ্তির একটি মাধ্যম। ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রসারে ক্লাস্টারের মাধ্যমে লোন নিতে পারবেন। নতুন উদ্যোক্তাদের ব্যবসা প্রসারে ক্লাস্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। লাইট ইঞ্জিনিয়ারিং, হস্তশিল্প, কৃষি উদ্যোক্তাদের মাঝে ক্লাস্টারের মাধ্যমে লোন প্রদান করা হয়েছে এবং তারা ব্যবসায় সফল হয়েছেন।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি খুলনা বিভাগীয় প্রধান সঞ্জীব কুমার দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনা নির্বাহী পরিচালক এসএম হাসান রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনা অতিরিক্ত পরিচালক শেখ শাহরিয়ার রহমান, যশোর সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার ইকবাল কবির।
এদিন বিভিন্ন ব্যাংকের ৭জন গ্রাহকের হাতে বিভিন্ন মেয়াদে লোনের চেক তুলে দেন অতিথিরা।
