নিজস্ব প্রতিবেদক
মারপিট ও হত্যার হুমকির অভিযোগে ব্যাংক কর্মকর্তা ছেলে ও কলেজ শিক্ষিকা পুত্রবধূর বিরুদ্ধে যশোর আদালতে মামলা করেছেন এক মা। রোববার অভয়নগরের প্রেমবাগ গ্রামের মৃত আব্দুল মান্নানের স্ত্রী বৃদ্ধা রহিমা খাতুন এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। আসামিরা হলো, বাদীর ছেলে জনতা ব্যাংক অভয়নগর মহাকাল শাখার কর্মকর্তা বেলাল হোসেন ও তার স্ত্রী নওয়াপাড়া কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষিকা সাবিরা শিবলী ইভা।
মামলার অভিযোগে জানা গেছে, প্রেমবাগ গ্রামের আব্দুল মান্নান তিন ছেলে ও এক মেয়ে রেখে ইন্তেকাল করেন। স্বামীর মৃত্যুর পর তার স্ত্রী রহিমা খাতুন অনেক কষ্টে তার সন্তানদের লালনপালন করেছেন। আসামি বেলাল হোসেনকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন। পিতার রেখে যাওয়া সম্পত্তি তাদের চার ভাই-বোনের মধ্যের ভাগ করে রেজিস্ট্রি করে দেয়া হয়। এরমধ্যে বেলাল হোসেন তার মাকে ভোরণপোষণ দেয়ার শর্তে তার নামের জমি রেজিস্ট্রি করে নেন। গত ২৬ মার্চ সকালে রহিমা খাতুন তার ছেলে বেলালকে তার ভোরণপোষণের দায়িত্ব নিতে বলেন। এতে বেলাল ক্ষিপ্ত হয়ে তার মাকে গালিগালাজ করে। একপর্যায়ে বেলালের স্ত্রী কলেজ শিক্ষিকা ইভা তার শাশুড়িকে মারপিট করে মাটিতে ফেলে দেয়। ভবিষ্যতে ভোরণপোষনের দাবি নিতে তাদের কাছে আসলে তাকে হত্যা করা হবে বলেও হুমকি দেয় ইভা। বৃদ্ধা রেহানা খাতুনের চিৎকারে ছেলে ও প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।