ঈদকে কেন্দ্র করে কঠোর যশোর প্রশাসন
অন-লাইনে ও মার্কেটগুলোতে চাকু-ছুরি বিক্রি না করার নির্দেশ
শহরকে যানজটমুক্ত রাখতে বিশেষ ব্যবস্থা সংশ্লিষ্টদের
কিশোর গ্যাং বা সন্ত্রাসীদের ধরতে অভিযান অব্যাহত
নিজস্ব প্রতিবেদক
আগামী ১৫ রমজানের পর থেকে কোন প্রতিষ্ঠান বা ব্যক্তি নগদ ২০ লাখ টাকা বহনের ক্ষেত্রে অবশ্যই পুলিশকে জানাতে হবে। কেননা ঈদকে সামনে রেখে দৃর্বৃত্তদের অপতৎপরতা বেড়ে যায়। তাদের প্রধান টার্গেট হয়ে উঠে ব্যাংক থেকে যারা বেশি নগদ টাকা তুলছেন তাদের প্রতি। এজন্য পুলিশকে অবহিত করলে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। যশোরের মাসিক উন্নয়ন কমিটির সভায় পুলিশের পক্ষ থেকে এ আহ্বান করা হয়। এছাড়াও জেলার সকল কসমেটিক ব্যবসায়ীদের চাকু বিক্রির ব্যাপারে সতর্ক করা হয়েছে। পাশাপাশি অন-লাইন মার্কেটগুলোতে যাতে ধারালো চাকু-ছুরি বিক্রি না করতে পারে সেজন্য যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে।
ঈদুল ফিতরকে কেন্দ্র করে যশোরে পুলিশ প্রশাসন ব্যাপক তৎপর রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিত স্বাভাবিক রাখতে নেয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। পাশাপাশি শহরকে যানজটমুক্ত রাখতে বিশেষ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন। সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভায় তিনি বলেন, আসন্ন ঈদকে কেন্দ্র করে যশোরে যাতে কোন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান চলমান রয়েছে। গোয়েন্দা তৎপরতাও বৃদ্ধি করা হয়েছে। চাঁদাবাজ, ছিনতাই, কিশোর গ্যাংয়ের সদস্য বা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িতদের বিশেষ নজরদারি ও গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। ইতিমধ্যে দেশীয় অস্ত্র, বোমা, বার্মিজ চাকুসহ কয়েকজন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার। সভায় বলা হয়েছে জেলা পরিষদের পুরাতন ভবন ভাঙ্গার সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়। এছাড়া যশোর বেনাপোল সড়কের ঝুঁকিপূর্ণ গাছ থাকবে কিনা সেই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহন করতে হবে। মণিরামপুরের সব ইটভাটাকে তাদের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে সভা থেকে।
জেলা সিভিল সার্জন বিপ্লব কুমার বিশ্বাস বলেন, শিঘ্রই করোনার পঞ্চম ডোজ সম্মুখ সারির যোদ্ধাদের দেয়া হবে। সেক্ষেত্রে স্বাস্থ্যকর্মী ও সাংবাদিকদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। এছাড়া নিয়মিত করোনা পরীক্ষা করাতে হবে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মামুন হাসান বলেন, যশোরে আগুন লাগলে তা নিয়ন্ত্রণ করার জন্য পর্যাপ্ত পানি পাওয়া যাচ্ছে না। শহরের প্রায় বেশিরভাগ পুকুর ভরাট হয়ে গেছে। আর যাতে কোন পুকুর ভরাট না হয় সেজন্য সিদ্ধান্ত নিতে হবে। তা না হলে ভবিষ্যতে আগুন নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়বে।
যশোর শেখ হাসিনা আইটি পার্কে বিদ্যুৎ বিভাগের বকেয়া বিলের পরিমাণ ২ কোটি ৬৫ লাখ টাকা। এটা আদায় হচ্ছেনা বলে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান।
সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, যশোর আড়াইশ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুণ অর রশিদ প্রমুখ।
