নিজস্ব প্রতিবেদক
যশোরের নওয়াপাড়া বাজারে বেঙ্গল টেক্সটাইল মিলের গেটে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের পদযাত্রায় হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে। শ্রমিক লীগনেতা রবিন অধিকারী ব্যাচার নেতৃত্বে সোমবার দুপুরে এই হামলায় কমিউনিস্ট লীগনেতা পলাশ বিশ্বাস, উপজেলা নেতা সাধন বিশ্বাসসহ ৫ জন আহত হয়েছেন। এসময় লিফলেটে অগ্নিসংযোগ, মাইক-ব্যানার ও নেতাকর্মীদের মোবাইল কেড়ে নেওয় হয়। ঘটনার প্রতিবাদে এদিন বিকালে সংগঠনটির যশোর শাখা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জড়িতদের বিচার দাবি জানান নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, বাম জোটের শরীক বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয়ভাবে ১১ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত দেশব্যাপী ৪টি রুটে সরকারের পদত্যাগ, দল নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন, নির্বাচনী আইনের সংস্কার, দ্রব্যমূল্য ও জনজীবনের সংকট নিরসন, রেশনিং ব্যবস্থা চালু, বন্ধ থাকা রাষ্ট্রায়াত্ব পাটকল-চিনিকলসহ সকল কল কারখানা চালু, লুটেরা-দুর্নীতিবাজ-অর্থ পাচারকারীদের আটক ও বিচার, পাচারকৃত অর্থ ফেরত আনা, ডিজিটাল নিরাপত্তা আইনসহ সকল নিবর্তনমূলক আইন বাতিল, দেশের রাজনীতিতে বিদেশীদের হস্তক্ষেপ বন্ধসহ অন্যান্য দাবিতে পদযাত্রা-গণসংযোগ, পথসভা, সমাবেশ, প্রচারপত্র বিতরণ চলছে।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, খুলনা-মেহেরপুর রুটের পদযাত্রার অংশ হিসেবে গতকাল যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারে পদযাত্রা ও পথসভা শেষে বসুন্দিয়ার উদ্দেশে যাত্রাকালে শ্রমিক লীগনেতা রবিন অধিকারী ব্যাচা ও তার কর্মী সমর্থকরা পদযাত্রায় হামলা করে। এসময় সন্ত্রাসীরা গাড়িতে থাকা লিফলেট, ব্যানার, মাইক এবং নেতাকর্মীদের কাছ থেকে মোবাইল কেড়ে নেয়। লিফলেটে আগুন ধরিয়ে দেয়, পদযাত্রার গাড়ির গ্লাস ভাংচুর করে, নেতাকর্মীদের দেশীয় অস্ত্র নিয়ে মারধর করে। জেলা নেতা পলাশ বিশ্বাস, উপজেলা নেতা সাধন বিশ্বাসসহ ৫/৬ জন আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। একই সাথে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদের সাথে চরম অসৌজন্যমূলক আচরণ ও দুর্ব্যবহার করে। নেতাকর্মীরা তাদের বাঁধার মুখে আহত নেতাকর্মীদের সাথে নিয়ে যশোরে চলে আসে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের যশোর জেলার নেতা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সম্পাদক তসলিম-উর-রহমান, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ। এই বিষয়ে জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন বলেন, ‘ঘটনাটি জানা নেই। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।