ক্রীড়া ডেস্ক
এশিয়া কাপে গ্রুপপর্বের পর সুপার ফোরের প্রথম ম্যাচেও টস ভাগ্য সাকিবের পক্ষে এসেছে। পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে সবশেষ ম্যাচের দল থেকে এসেছে একটি পরিবর্তন।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় গড়াবে ম্যাচ। হ্যামস্ট্রিং চোটের কারণে ফর্মের তুঙ্গে থাকা নাজমুল হোসেন শান্ত ছিটকে গেছেন। তার বদলি দলে এসেছেন লিটন দাস।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ মাঠে নেমেছে তিন পেসার নিয়ে। তাসকিনের সঙ্গে আছেন শরিফুল ও হাসান মাহমুদ। স্পিন আক্রমণে সাকিব আল হাসানের সঙ্গী হবেন মেহেদি হাসান মিরাজ। ৬ষ্ঠ বোলারের ভূমিকায় থাকবেন আফিফ হোসেন ধ্রুব ও শামীম পাটোয়ারী।
ইতিহাস কথা বলছে বাংলাদেশের বিপক্ষে। পাকিস্তানের মাটিতে তাদের বিপক্ষে ম্যাচ খেলা হয়েছে ১১টা। তার সবকটিতেই হেরেছে দল। সব মিলিয়ে ফলাফলটাও খুব বেশি সুখকর নয়। ১৬ ম্যাচ খেলে জয় মোটে দুটো। এখানে সবশেষ ম্যাচটা অবশ্য জিতেছে বাংলাদেশ, আফগানিস্তানের বিপক্ষে রবিবারের ম্যাচটা।
পাকিস্তানের বিপক্ষে সব মিলিয়ে পরিসংখ্যানটাও কথা বলছে বিপক্ষে, ৩৭ ম্যাচে জয় মোটে ৫টা। শেষ পাঁচ ম্যাচে অবশ্য বাংলাদেশ জিতেছে ৪টিতে। আজকের ম্যাচ শেষে পরিসংখ্যানটা ‘শেষ ৬ ম্যাচে ৫ জয়’ এমন কিছুই চাইবে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ
লিটন দাস, নাইম শেখ, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, শামীম পাটোয়ারী, মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং হাসান মাহমুদ।