নিজস্ব প্রতিবেদক
৪৩তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরগুনা জেলাকে হারিয়ে শুভ সূচনা করে যশোর। তবে দ্বিতীয় ম্যাচে চরম ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়েছে যশোরের ব্যাটাররা। বুধবার গোপালগঞ্জ ভেন্যুতে ৩২ ওভার চার বল পর্যন্ত খেলেও মাত্র ৮২ রানে গুটিয়ে যায় যশোরের দলীয় ইনিংস। তাতে দিনাজপুরের কাছে ৭৫ রানে হেরে চূড়ান্ত পর্বে যাওয়ার স্বপ্ন প্রায় শেষ হয়ে গেছে যশোরের।
প্রথমে বল করে দিনাজপুরকে ১৫৭ রানে অল আউট করে দিয়ে জয়ের স্বপ্ন নিয়ে লাঞ্চ বিরতিতে যায় যশোরের খেলোয়াড়রা। তবে ব্যাট হাতে নামার ঘন্টাখানিকের মধ্যে সেই স্বপ্ন ধুলিসাৎ হয়ে যায়। ৪৪ রানে ৮ উইকেট হারানোর যশোর দলীয় ইনিংস ৮০ পর্যন্ত যেতে পারে নয় নম্বরে ব্যাট করতে নামা ইমন ফারাজির ২৪ রানের উপর ভর করে। ইমন ফারাজির পর দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান করেছেন ওপেনার সাদমান রহমান। এর বাইরে আর কেউ দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেনি। দিনাজপুরের সঞ্জীব সাহা ৭ বল করে একটি মেডেনসহ ১০ রানে ৪টি উইকেট দখল করেন।
এর আগে টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত দিনাজপুরের অধিনায়ক। ব্যাট করতে নেমে ৩৯ ওভার ৩ বলে সব কয়টি উইকেট হারিয়ে ১৫৭ রান করতে পারে। দিনাজপুরের ব্যাট হাতে আসিফ ৩২, শান্ত ও সানজামুল হক ৩০ রান করে সংগ্রহ করে। যশোরে আব্দুল্লাহ আল মামুন রাজু ৯ ওভারে ২টি মেডেনসহ ২৬ রানে ৫টি উইকেট দখল করেন। এরপাশে মেহেদি হাসান শিবলি ২টি, শামীম শরীফ, টিটো ও আজমান হোসেন একটি করে উইকেট দখল করেন। ২২ মার্চ গ্রুপ পর্বের শেষ ম্যাচ ঠাকুরগাঁর সাথে খেলবে যশোর।