নিজস্ব প্রতিবেদক
ছাত্রদের নিয়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়েছি। তাদের সাফল্যে উচ্ছাসিত হয়েছি। কিন্তু আজ আমাদের সাফল্য হাততালি দিয়েছেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষক হিসেবে যা অন্যরকম অনুভূতি লেগেছে। শিক্ষকদের নিয়ে ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনালে জায়গা করে নেয়া যশোর কালেক্টরেট স্কুলের ক্রীড়া শিক্ষক এহসানুল হক সুমন এমন মন্তব্য করেন।
বৃহস্পতিবার যশোর জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়ামে সুমনের মতো জেলার আট স্কুলের শিক্ষকরা হ্যান্ডবল প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। বিজয় দিবস উপলক্ষে যশোর জেলা প্রশাসন এ প্রতিযোগিতা আয়োজন করে। প্রতিযোগিতায় ফাইনালে উঠেছে জিলা স্কুল ও কালেক্টরেট স্কুল। জিলা স্কুল ২-০ সেটে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে এবং কালেক্টরেট স্কুল একই ব্যবধানে নবকিশল স্কুলকে পরাজিত করে।
এছাড়া একই স্থানে ছাত্রীদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ছাত্রীদের প্রতিযোগিতায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ ফাইনালে উঠেছে। ১৩ ডিসেম্বর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল অনুষ্ঠিত হবে।
সকালে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি খালেদা খাতুন রেখা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ইয়াকুব কবীর, জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন, জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র দেবনাথ, নব কিশলয় স্কুলের অধ্যক্ষ লায়লা শিরিন সুলতানা, কালেক্টটরেট স্কুলের অধ্যক্ষ মোদাচ্ছের হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আহসান হাবীব পারভেজ।