আন্তর্জাতিক ডেস্ক
ব্রাজিলে ডে কেয়ার সেন্টারে কুড়াল নিয়ে হামলা চালিয়েছে ২৫ বছর বয়সী এক যুবক। এ ঘটনায় চার শিশু নিহত হয়েছে। বুধবার সকালে দক্ষিণ ব্রাজিলের সান্টা ক্যাটারিনা রাজ্যের ব্লুমেনাউ শহরে একটি প্রাইভেট ডে কেয়ার সেন্টারে এ হামলা চালানো হয়। এ ঘটনায় অপর এক শিশু গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। খবর- আল জাজিরা।
স্থানীয় হাসপাতাল সান্টো আন্তোনিও কর্তৃপক্ষ জানায়, নিহত এবং আহত সব শিশুদের বয়স চার থেকে সাত বছরের মধ্যে। হামলাকারীকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ব্রাজিলীয় পুলিশ। নিহত শিশুদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্যা সিলভা।
আরও পড়ুন:প্রেমিকার মন গলাতে হাঁটু গেড়ে বসে রইলেন ২১ ঘণ্টা!