নিজস্ব প্রতিবেদক
শনিবার বিকালে বিটিএইচ চারুকলা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে যশোরের ব্রাদার টিটো’স হোম স্কুল প্রাঙ্গনে। এতে ছোট ছোট শিশুরা নিজ হাতে তৈরি থ্রিডি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, হ্যান্ডরাইটিং উইথ ইলাস্ট্রেশন, বাংলা, সংস্কৃত এবং আরবি ক্যালিগ্রাফি, জেনারেল ড্রয়িং এবং বুক মেকিং এই পাঁচটি বিষয়ে প্রায় তিনশত চিত্রকর্ম স্থান পায়।
শিশুদের মোবাইল আসক্তি দূর করতে; টিভি দেখা বিশেষ করে হিন্দি সিনেমা, হিন্দি গান, নাচ এবং সিরিয়াল ইত্যাদি থেকে বিরত রাখতে ব্রাদার টিটো’স হোম শিশুদের বিভিন্ন ধরণের সৃজনশীল কর্ম শিক্ষা দিয়ে থাকে। এতে আশ্চর্য ফল পাওয়া যায়। শিশুরা মোবাইল বা অন্যান্য ডিভাইসের কথা সম্পূর্ণই ভুলে যায়। বরং তারা সারাদিন নিজের কাজ করতে ব্যস্ত থাকে। অনুষ্ঠানটি ছুটির দিন বিকালে আয়োজিত হওয়ায় স্কুলের নতুন পুরাতন অভিভাবক এবং শিল্পপ্রেমী বিভিন্ন ব্যক্তি স্বপরিবারে উপস্থিত হয়েছিলেন শিশুদের শিল্পকর্ম দেখতে। শিশুদের আশ্চর্য কাজগুলো সবাইকে অবাক করে। অনুষ্ঠান শেষে সব শিশুর পুরস্কার, সার্টিফিকেট এবং অভিভাবক হিসেবে মা বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিশেষ উপহার লাভ করেন।