আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনিতে নির্মণাধীন ব্রিজের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল খাদে পড়ে দুই কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও এক শিক্ষার্থী।
বুধবার (৬ মার্চ) ভোর ৫টার দিকে উপজেলার দরগাহপুর-কাদাকাটি সড়কের ধাপুয়া ব্রিজে কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনই কালীগঞ্জ কলেজের এইচএসসির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
নিহতরা হলেন-কালিগঞ্জ উপজেলার আমিয়ান গ্রামের নিরঞ্জন ঘোষের ছেলে নয়ন ঘোষ (১৯) ও একই গ্রামের জগন্নাথ ঘোষের ছেলে উইলিয়াম ঘোষ (১৮)।
জানা গেছে, সাতক্ষীরাগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নির্মণাধীন ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে মোটরসাইকেল আরোহী তিন বন্ধুর মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যায়। আহত অবস্থায় কর্নেল ঘোষকে (১৯) আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ দিকে স্থানীয়রা এ দুর্ঘটনার জন্য ব্রিজ নির্মাণাধীন প্রতিষ্ঠানের ঠিকাদারের অবহেলা ও উদাসীনতাকে দায়ী করেছেন। গত বছর ব্রিজ নির্মাণ কাজ শেষ করার নির্দেশনা ছিল। তাদের অবহেলায় কাজ ফেলে রাখায় দুই কলেজছাত্রের জীবন গেলো।
আশাশুনি থানার উপপরিদর্শক আব্বাস আলী জানান, নিহতদের পরিবারে খবর দেয়া হয়েছে। মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে আশাশুনি থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।