নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার ব্লাড এইড ব্যাংক যশোরের উদ্যোগে চৌগাছার এসএম হাবিব ডিগ্রি কলেজে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে ইবনে সিনা হাসপাতাল ও ডায়াগানোস্টিক সেন্টার যশোরের সহযোগিতায় সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সেবা দেয়া হয়। ২০০ জনের বেশি সেবা গ্রহণ করেন। এছাড়া ১৫০ জনের রক্তের গ্রুপ নির্ণয় ও ১২০ জনের ডায়াবেটিক পরীক্ষা করা হয়।
ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা। সম্মানিত অতিথি ছিলেন এস এম হাবিব ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছা. লুৎফুন্নাহার, সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, ইবনে সিনা হাসপাতাল ও ডায়াগানোস্টিক সেন্টারের ডেপুটি ম্যানেজার অ্যান্ড এডমিন ইনচার্জ মুজাহিদুল ইসলাম।
রোগী দেখেন ল্যাপারোস্কপিক, ব্রেস্ট ও জেনারেল সার্জন সফিউল আলম, ডায়াবেটিক ও মেডিসিন প্রকাটিশনার ডা. মোস্তাফিজুর রহমান মুকুল, শিশু মেডিসিন ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. জসিম উদ্দীন, প্রসুতি ও গাইনি রোগে অভিজ্ঞ ডা. তানজিমা তারানা, ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন ডা. আফসানা ফেরদৌস।