বিনোদন ডেস্ক
ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সাথে ইফতার করেছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী।
রোববার (৯ এপ্রিল) সন্ধ্যায় টিম মৌসুমী ও এম এ জেড পরিবারের এডমিন তানজিনা সুলতানার উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতারে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন এই অভিনেত্রীর ভক্ত-অনুরাগীরা। প্রিয় তারকাকে একনজর দেখতে পেয়ে ভীষণ উচ্ছ্বসিত ছিলেন তারা। রাজধানীর আফতাব নগরে অবস্থিত ওমর সানীর ‘চাপওয়ালা’ রেস্টুরেন্টে এ ইফতারের আয়োজন করা হয়।
আয়োজনের বিষয়ে মৌসুমী বলেন, এভাবে এমন একটি অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে বুঝতে পারলাম দর্শক-ভক্ত আমাদের কতোটা ভালোবাসেন। ভক্তরা আমাদের স্বজনও বটে। আমি ফ্যানক্লাবের সব সদস্য ও প্রবাসে থাকা তানজিনা সুলতানাসহ অন্যদের বিশেষ ধন্যবাদ জানাচ্ছি।
আরও পড়ুন: কল দিয়ে ৩০ এপ্রিল সালমানকে হত্যার হুমকি