সীমা মজুমদার: দীর্ঘ দিনের কান্না ঘোচাতে ভবদহ পাড়ের অসংখ্য মানুষ এসেছিল যশোরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। জড়ো হচ্ছেন গত কয়েকদিন ধরে। তাদের দাবি একটাই জলাবদ্ধতা থেকে স্থায়ী মুক্তি।
বেঁচে থাকার এই দাবি জানাতে অংশগ্রহণ করছেন স্কুল পড়ুয়া ছোট্ট শিশু থেকে শুরু করে বয়সের ভারে ন্যুজ মানুষগুলোও। যে গৃহিনীদের থাকার কথা ছিল নিজ গৃহে। আপন মানুষদের জন্য রান্না করে অপেক্ষায় থাকার কথা। তারাও আজ উনুনে আগুন না জ্বালিয়ে দাবি নিয়ে এসেছে সকলের সাথে কাঁধ মিলিয়ে। সবার এক আওয়াজ পানি সরাও, মানুষ বাঁচাও।
আন্দোলনত মানুষের চোখে মুখে দৃর্দশার চিত্র স্পষ্ট। তাদের কাছে গেলেই শোনা যাচ্ছে জীবনের হাহাকার। মায়েদের চোখে সন্তান হারানোর ভয়। কয়েকজন মায়ের সাথে কথা বলে জানা গেলো, তারা যেন নিজ গৃহেই বন্ধী দশায় আছেন। অনেকের সন্তান পানিতে খেলতে গিয়ে প্রাণ দিয়েছেন, সাপের কামড়েও মরেছেন। সন্তান হারানোর ভয় নিয়ে উদ্বেগ উৎতন্ঠায় সজাগ থাকতে হয় সারাক্ষণ।
কথা হয় কয়েকজন কৃষকের সাথে। যাদের ছিল গোলাভরা ধান। তারা আজ নিঃস্ব হয়েছেন জলাবদ্ধতায়। ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না জলাবদ্ধতার কারণে। তীব্র শীতের মাঝে শীতের পোশাক ছাড়াই সকলেই এসেছেন আজ জলাবদ্ধতা থেকে স্থায়ী মুক্তির জন্য।