এম আর মাসুদ, ঝিকরগাছা
যশোরের ঝিকরগাছায় ভরা মৌসুমেও শাক-সবজির দাম বেসামাল হয়ে পড়েছে কাঁচাবাজার। নতুন উঠলেও পেঁয়াজ, রসুনসহ সব ধরনের সবজির দাম আকাশচুম্বী। তিন-চার দিনের ব্যবধানে সব সবজির দাম বেড়েছে কেজি প্রতি ১০-৪০ টাকা। ফলে বাধ্য হয়েই বাড়তি টাকা দিয়ে সবজি কিনতে হচ্ছে ক্রেতার।
শুক্রবার ঝিকরগাছা বাজার ঘুরে এমন তথ্য পেয়েছেন পাওয়া গেছে। বাজারে শীতের সবজির সরবরাহ থাকলেও দাম কমেনি বরং বেড়েছে। বাজারে বেগুন ৮০, ব্রোকলি ১০০, ফুলকপি ৭০, বাঁধাকপি ৩০, টমেটো ৮০, চিনাকচু (মেটেকচু) ১২০, মেটেআলু ১০০, পেঁয়াজের কালি ৬০, শিম ৭০, মানকচু ৬০, নতুন আলু ৭০, পুরনো আলু ৬০, কাচামরিচ ৮০, শসা ৮০, মিষ্টি কুমড়া ৪০, গাজর ৮০, নতুন পেঁয়াজ ১১০, পুরনো ১২০, রসুন বিক্রি হচ্ছে আড়াই শ’ থেকে ২৮০ টাকা কেজি। লাল-সবুজসহ সবধরনের শাকের আঁটি দাম বেড়ে বিক্রি হচ্ছে ১৫-২০ টাকা করে।
চার দিনের ব্যবধানে পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০ টাকা বেশি দামে। দেশি নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ টাকা কেজি। অথচ, চার দিন আগেও এর দাম ছিল ৯০ টাকা করে। ভারতীয় পেঁয়াজের দাম ১২০ টাকা কেজি যা আগে ছিল ১০০ টাকা করে।
বাজারে কথা হয় সিরাজুল ইসলাম সঙ্গে। তিনি বলেন, ‘বাজারে শীতের সবজির সরবরাহ বাড়লেও দাম কমেনি। চার দিন আগে যে বেগুন ৪০ টাকায় কিনেছি তা, আজ ৮০ টাকায় কিনলাম।’
বাজারের কাপুড়িয়া পট্টির মুখের সবজি বিক্রেতা রবিউল ইসলাম বলেন, ‘আমরা যেমন কিনি তেমন বিক্রি করি। বেগুন বিক্রি করছি ৮০ টাকা করে। চিনাকচু (মেটেকচু) ১২০ কেজি। আড়ৎ থেকে কিনে জায়গা ভাড়াসহ নানান খরচ রয়েছে। ফলে এমন বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।’