ঢাকা অফিস
রাজধানীর ভাটারায় ব্যাটারিচালিত অটোরিকশায় আলুবাহী একটি ট্রাকের ধাক্কা লেগে একজন নিহত হয়েছেন। নিহতে ব্যক্তির নাম রূপচাঁন আকন্দ (২৮)। তিনি অটোরিকশারচালক ছিলেন। আজ মঙ্গলবার ভোরে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর তাঁর মৃত্যু হয়। হাসপাতালটির পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া এবং নিহতের স্বজনেরা এসব তথ্য নিশ্চিত করেছেন।
রূপচাঁনের খালু বাদল মিয়া বলেন, আজ মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে ভাটারার ১০০ ফুট সড়কে ট্রাকটি পেছন থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে রূপচাঁন অটোরিকশা থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সকাল পৌনে ১০টার দিকে রূপচাঁন মারা যান।
বাদল মিয়া বলেন, রূপচাঁনের বাড়ি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায়। তিনি রাজধানীর শাহজাদপুরে স্ত্রী ও তিন সন্তান নিয়ে থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, দুর্ঘটনার বিষয়টি ভাটারা থানা-পুলিশকে জানানো হয়েছে। থানা-পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্ত করা হবে।
আরও পড়ুন: গাজীপুরে কেক-পেটিস খেয়ে মারা গেল ২ বোন