সাতক্ষীরা জেলা প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলাধীন ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী সুন্দরবন সংলগ্ন কচুখালী খাল থেকে ২৬টি ভারতীয় গরু জব্দ করে রিভারাইন বিজিবি সদস্যরা। কাছিকাটা রিভারাইন বিজিবির সহযোগীতায় কৈখালী রিভারাইন বিজিবির সদস্যরা বৃহস্পতিবার রাতে এসব গরু আটক করে। এসময় গরু বহনের কাজে ব্যবহৃত একটি বিশালাকারের নৌকা জব্দ করা হয়।
এদিকে গরু জব্দের পর সহযোগীদের হামলায় দেলোয়ার হোসেন নামের এক চোরাকারবারী আহত হয়েছে। তিনি শ্যামনগর উপজেলার পূর্ব কৈখালী গ্রামের মুনসুর আলীর ছেলে।
কৈখালী ইউপি সদস্য আব্দুর রশিদসহ স্থানীয় একাধিক নির্ভরযোগ্য সূত্র জানায়, রিভারাইন বিজিবির কৈখালী ক্যাম্পের সদস্যরা বৃহস্পতিবার রাতে সুন্দরবন সংলগ্ন সীমান্তবর্তী নদীতে অভিযান চালায়। এসময় সুন্দরবনের কাছিকাটা রিভারাইন বিজিবির সহযোগিতায় ভারতের রায়মঙ্গল নদী সংলগ্ন বাংলাদেশ অংশের কচুখালী খাল থেকে একটি নৌকা জব্দ করে বিজিবি সদস্যরা। এসময় গরু পারাপারের সাথে জড়িতরা বনের মধ্যে পালিয়ে গেলে জব্দকৃত নৌকা হতে ২৬টি ভারতীয় গরু উদ্ধার করা হয়।
এদিকে গরু জব্দের পর দেলোয়ার নামের এক ব্যক্তিকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করেছে একদল দুর্বৃত্ত। তার ভুলে বিশাল গরুর চালান হাতছাড়া হওয়ার অভিযোগ কৈখালী কয়ালপাড়ার মামুন, বাবলু ও আজিজুলের নেতৃ্ত্েব ওই হামলা চালানো হয় বলে দাবি দেলোয়ারের।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম ২৬টি গরু জব্দের সত্যতা নিশ্চিত করে জানান, দেলোয়ার নামের একজনকে তার সহযোগীরা কুপিয়েছে।
এ বিষয়ে জানার জন্য বার বার যোগাযোগ করা হলেও কৈখালী ও নীলডুমুরস্থ রিভারাইন বিজিবির দায়িত্বশীলদের কেউই ফোন রিসিভ করেননি।