সাতক্ষীরা জেলা প্রতিনিধি : ভারতের ঘোজাডাংগায় সিরিয়ালের নামে চাঁদাবাজী বন্ধের দাবীতে ভোমরা স্থলবন্দরে কর্মবিরতী ও মানববন্ধনের লাগাতার কর্মসূচি ঘোষনা করেছে সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন। আজ শনিবার থেকে এই কর্মসূচী শুরু হয়েছে। আমদানীজাত পণ্যবাহী ট্রাক থেকে চাঁদাবাজী বন্ধ না হলে আগামী মঙ্গলবার পূর্ণ দিবস কর্মবিরতি শুরু হবে।
২০২১ সালের জুন মাস থেকে ভোমরা স্থলবন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাংগা বেসরকারি পার্কিং ইয়ার্ড গুলোতে চাঁদাবাজী শুরু হয়। সিরিয়ালের নামে আমদানিজাত পণ্যবাহী প্রতিটি ট্রাক থেকে ২৫ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়। দাবীকৃত টাকা পরিশোধ করলে দিনের দিন পণ্যবাহী ট্রাকগুলো বাংলাদেশে প্রবেশের সুযোগ পায়। আর চাঁদা দিতে না পারলে পণ্যবাহী ট্রাকগুলোকে ৩০ থেকে ৪৫ দিন পর্যন্ত সিরিয়ালের জন্য অপেক্ষা করতে হয়।
প্রভাবশালী একটি চক্র এই চাঁদাবাজী সিন্ডিকেটের নেতৃত্ব দেওয়ায় কেউ মুখ খুলতে পর্যন্ত সাহস পায় না। অব্যহত চাঁদাবাজীর কারনে আমদানীকারকরা আর্থিক ক্ষতির সম্মুখে পড়ে। এমনকি বাংলাদেশে আমদানীজাত পণ্যের মূল্য বৃদ্ধি পায়। ভোমরা স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের আহ্বানে ৮ টি সংগঠনের যৌথ সিদ্ধান্তে সিরিয়ালের নামে চাঁদাবাজী বন্ধের দাবীতে আজ থেকে কর্মবিরতী ও মানববন্ধনের লাগাতার কর্মসূচী শুরু হয়েছে। একই দাবীতে আজ শনিবার দুই ঘন্টা কর্মবিরতী, রোববার তিন ঘন্টা কর্মবিরতী, সোমবার চার ঘন্টা কর্মবিরতী ও মঙ্গলবার থেকে পূর্ণ দিবস কর্মবিরতীর লাগাতার কর্মসূচী ঘোষণা করা হয়।