ক্রীড়া ডেস্ক: দীর্ঘদিন ধরেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ(আইপিএল) খেলে আসছেন আসছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। সেই সুবাদেই বিনি রমনের সঙ্গে পরিচয় তার। সেই পরিচয় থেকে হয় প্রেম। এবার দীর্ঘ প্রতীক্ষার পর ভারতীয় এই বান্ধবীকে বিয়েও করলেন ম্যাক্সওয়েল।
বিয়ের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমেও জানান এই নবদম্পতি। বিয়ের আংটি পরা ছবি দেন তারা। সেখানে বিনি লেখেন, ‘ভালবাসা মানে পূর্ণতাকে খোঁজা। আর তোমার সঙ্গে নিজেকে পূর্ণ বলে মনে হয়।’
এদিকে এ খবরে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন ম্যাক্সওয়েল-বিনি রমন জুটি। নবদম্পতি হানিমুনে কোথায় যাবেন তা নিয়ে শুরু হয়ে গেছে জল্পনা।
২০২০ সালের ১৩ মার্চ গ্লেন ম্যাক্সওয়েল ও বিনি রামনের বাগদানও হয়েছিল মেলবোর্নেই। ভারতীয় রীতি মেনেই বাগদান সেরেছিলেন ম্যাক্সওয়েল জুটি। তাদের পরনে ছিল নীল শেরওয়ানি ও লেহেঙ্গা।
কয়েক দিন পরেই আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলতে দেখা যাবে ম্যাক্সওয়েলকে। গত বছর খুব ভাল খেলেছিলেন তিনি। সেই ফর্ম এবারেও ধরে রাখতে চান। ২৭ মার্চ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে আরসিবি। এবার দলের নেতত্বে বদল হয়েছে। বিরাট কোহলির জায়গায় এবার অধিনায়কত্ব করবেন ফাফ ডু প্লেসি।