ঝিনাইদহ প্রতিনিধি
ধর্ষণের অভিযোগে র্যাব-৬ এর সদস্যরা এক যুবককে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাতে তাকে ঝিনাইদহের মহেশপুর উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবক শরিফুল ইসলাম ওই উপজেলার বাসিন্দা।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের পাঠানো প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, ধর্ষণের শিকার ওই ভিকটিম নড়াইল জেলার দরিদ্র একটি পরিবারের সদস্য। শারীরিক সমস্যার কারনে উন্নত চিকিৎসার জন্য স্বল্প খরচে পার্শ্ববর্তী দেশ ভারতে যাওয়ার জন্য লোক মারফত আসামির সাথে পরিচয় হয়। শরিফুল ভিকটিমকে স্বল্প খরচে ভারতে পাঠানোর জন্য ২৬ মার্চ মহেশপুর বাজারে আসতে বলে। ওইদিন বিকেলে মহেশপুর বাজার হতে ভিকটিমকে নিয়ে একটি বাড়িতে নিয়ে রাখা হয় গভীর রাতে ভারতে পাঠিয়ে দেওয়ার কথা বলে। আসামি পরিকল্পিতভাবে রাতে তাকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে না জানানোর হুমকি দিয়ে বাসা থেকে বের করে দেয়। পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে। এ বিষয়ে ভিকটিম বাদী হয়ে থানায় আসামির বিরুদ্ধে অপহরণসহ ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনাটি জানতে পেরে র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং ধর্ষণকারীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখে।
পরে বৃহস্পতিবার রাতে র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের একটি দল ঝিনাইদহ জেলার মহেশপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার প্রধান আসামি শরিফুলকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা সে স্বীকার করে। পরবর্তীতে তাকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়।