নিজস্ব প্রতিবেদক
ভারতে যাওয়ার পথে দর্শনা চেকপোস্টে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের নেতা গোলাম মতুর্জাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মো. গোলাম মর্তুজার বিরুদ্ধে দর্শনা থানায় মামলা রয়েছে।
রোববার (১১ মে) সকালে দর্শনা জয়নগর আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে থানা হেফাজতে প্রেরণ করে।
গ্রেপ্তারকৃত গোলাম মর্তুজাচুয়াডাঙ্গা জীবননগর উপজেলার মিনাজপুর গ্রামের মৃত মেহের আলীর ছেলে।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদ তিতুমীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গোলাম মর্তুজা ২০১৯-২০১৪ সাল পর্যন্ত জীবননগর উপজেলার আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান ছিলেন এবং ২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে।