কল্যাণ ডেস্ক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকালে নয়াদিল্লিতে মোদির নিজ বাসভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকটি হয়।
বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালসহ দুদেশের একাধিক শীর্ষ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
শনিবার (৯ সেপ্টেম্বর) থেকে দিল্লিতে জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলোর সম্মেলন শুরু হচ্ছে। এতে অতিথি হিসেবে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে।
সম্মেলন শুরুর আগে আজ দ্বিপক্ষীয় বৈঠক করেন নরেন্দ্র মোদি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, মোদি এবং হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে ভারত বা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপাতত কিছু জানানো হয়নি। তবে দুজনকেই হাসিমুখে দেখা গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৌঁছানোর পর তাকে নিজেই স্বাগত জানাতে যান নরেন্দ্র মোদি।
বৈঠকের পর নরেন্দ্র মোদির এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দুই প্রধানমন্ত্রীর ছবিসহ দুটি পোস্ট করা হয়েছে। একটি ইংরেজিতে ও একটি বাংলায়।
পোস্টে নরেন্দ্র মোদি লিখেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গত ৯ বছরে ভারত-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি খুবই সন্তোষজনক। আমাদের আলোচনায় কানেক্টিভিটি, বাণিজ্যিক সংযুক্তি এবং আরও অনেক বিষয় অন্তর্ভুক্ত ছিল।’