সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরায় ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের ৪র্থ তলা ভিত বিশিষ্ট নবনির্মিত একতলা প্রশাসনিক ভবন ও শেখ রাসেল ডিজিটাল ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার বেলা ১১টায় কলেজের আয়োজনে নবনির্মিত ভবনের হলরুমে ভালুকা অধ্যক্ষ এআরএম মোবাশে^রুল হক জ্যোতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে ভবন ও ল্যাবের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরার সহকারী প্রকৌশলী এমএমএ জায়েদ বিন গফুর, ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।
উপস্থিত ছিলেন ভালুকা চাঁদপুর মাদ্রাসার সুপার মাওলানা মুহাসিনুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরার উপ-সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান খান, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, কলেজের উপাধ্যক্ষ ওবায়দুল্লাহ, নির্মাণ কাজের ঠিকাদার আব্দুর রাজ্জাক প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের প্রভাষক বাসুদেব সিংহ।