নিজস্ব প্রতিবেদক: আজ ৩১ জানুয়ারি ভাষা সৈনিক আমির আহমদের ১৬তম মৃত্যুবার্ষিকী। ২০০৬ সালের এই দিনে তিনি যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আমির আহমদ ১৯২৯ সালের ২৫ জানুয়ারি নড়াইল জেলার লোহাগড়ার জয়পুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৪৮ সালে ভাষা আন্দোলন শুরু হলে তিনি যশোরে সেই আন্দোলনের অগ্রভাগে ছিলেন। ১৯৫২ সালের পরে তিনি নৌবাহিনীতে যোগ দেন। ১৯৭৪ সালে আমির আহমদ অবসরে যাবার পর সাহিত্য চর্চায় নিজেকে আত্মনিয়োগ করেন। যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরিতে তিনি একাধিকবার শ্রেষ্ঠ পাঠক নির্বাচিত হয়েছিলেন।
তার মৃত্যুবার্ষিকীতে মরহুমের পরিবারের পক্ষ থেকে কোরআন খতম, দোয়া মাহফিলের উদ্যোগ নেয়া হয়েছে।